• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৬:৫০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

পাংশায় সেলাই মেশিন, হুইল চেয়ার ও জাল বিতরণ


সোমবার ৯ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:৪৬



পাংশায় সেলাই মেশিন, হুইল চেয়ার ও জাল বিতরণ

দরিদ্র কর্মজীবিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।

শাহিন রেজা, রাজবাড়ি প্রতিনিধি :

রাজবাড়ির পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র কর্মজীবি নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও মৎস্যজীবিদের মাঝে মাছের জাল বিতরণ করা হয়েছে। 

উপজেলা পরিষদের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

রোববার(৯ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম ও পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->