• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৪৬:৫০ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

১১:৩৯ এএম, ১০ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

মহা ধুমধামে দুই বুদ্ধি প্রতিবন্ধীর বিয়ে সম্পন্ন হলো পাংশায়


সোমবার ১০ই জুলাই ২০২৩ সকাল ১১:৩৯



মহা ধুমধামে দুই বুদ্ধি প্রতিবন্ধীর বিয়ে সম্পন্ন হলো পাংশায়

রাজবাড়ীর পাংশায় মহা ধুমধামে দুই বুদ্ধি প্রতিবন্ধীর বিয়ে দিয়েছে এলাকাবাসী। গেলো শুক্রবার জুম্মার নামাজের পর ৫০ হাজার টাকা দেনমোহরে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়।

 বিয়েতে সকল খরচ বহন করেন বরপক্ষের এলাকার লোকেরা। ২৫ বছর বয়সী বর কাঞ্চন সরদারের বাড়ি পাংশা পৌরসভার সত্যজিৎপুর গ্রামে। আর কনে ১৮ বছর বয়সী পূর্ণিমা খাতুন। তার বাড়ি কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামে। সত্যজিৎপুর গ্রামের মৃত কাদের সরদারের ছেলে কাঞ্চন জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। 

বাবা মারা যাওয়ার পর কাঞ্চনের মা বিয়ে করে অন্যত্র চলে যান। সংসারে দুই ভাই এক বোনের মধ্যে কিছুদিন আগে তার মেজ ভাই বিয়ে করে। কাঞ্চন বড় হলেও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় বিয়ে হচ্ছিল না তার। অন্যদিকে হিলা শেখের চার মেয়ের মধ্যে পূর্ণিমা খাতুন তৃতীয়। 

বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তারও বিয়ে হচ্ছিল না। কাঞ্চন সরদারের বিয়ের জন্য মেয়ে না পাওয়ায় ঘটকালি শুরু করেন তার প্রতিবেশী বাচ্চু শেখ। খুঁজে বের করেন পূর্ণিমা খাতুনকে। পরে গ্রামবাসীর স্মতিতে বিয়ে হয় দুজনের। নবদম্পতির পরবর্তী জীবন যেনো সুখের হয় সে লক্ষে সকলকে সহায়তার আহ্বান জানিয়েছেন স্বজন সহ বিয়ের আয়োজকরা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->