• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৭:৪৮ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

আশুগঞ্জে চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ


বুধবার ৪ঠা জানুয়ারী ২০২৩ দুপুর ০১:৪৭



আশুগঞ্জে চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান

বাবুল সিকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার(জানুয়ারী) বিকেলে উপজেলার লালপুর অরুণোদয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ড্রেস বিতরণ করা হয়।

লালপুর প্রবাসী ঐক্য পরিষদের অর্থায়নে ও ব্যবস্থাপনায় ড্রেস বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।

লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোরশেদ মাস্টারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ মুছামিয়ার সঞ্চালনায় ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস।

এসময়  উপজেলা শিক্ষা অফিসার শাহীনা আক্তার, লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান ও অরুণোদয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দাস সহ অনেকে উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->