• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:৫১:৫৮ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

সরাইলে বিএনপি নেতা আব্দুস সাত্তার ভূঁইয়াকে অবাঞ্চিত ঘোষণা


মঙ্গলবার ৩রা জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:৩৮



সরাইলে বিএনপি নেতা আব্দুস সাত্তার ভূঁইয়াকে অবাঞ্চিত ঘোষণা

সরাইল উপ জেলা বিএনপির সংবাদ সম্মেলন।

মুরাদ খান, সরাইল প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভুঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

সোমবার বিকেলে সরাইল প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু।

উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া নিজ স্বার্থে স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে অনৈতিক সুযোগ সুবিধা লাভের আশায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত হয়েছেন অভিযোগ করে সংবাদ সম্মেলন থেকে তাঁকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

এর আগে ১ জানুয়ারী কেন্দ্রীয় বিএনপিও তাঁকে বহিষ্কার করে।

সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আনিছুল হক ঠাকুর, সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ ও উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->