• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৪:৪৮ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

০৬:৫৩ পিএম, ১১ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

কুমারখালীতে জাতীয় সঙ্গীতের মূল সুরকার বাউলশিল্পী গগন হরকরার ম্যূরাল উন্মোচন


মঙ্গলবার ১১ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫৩



কুমারখালীতে জাতীয় সঙ্গীতের মূল সুরকার বাউলশিল্পী গগন হরকরার ম্যূরাল উন্মোচন

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সঙ্গীতের মূল সুরকার বাউলশিল্পী গগন হরকরার ম্যূরাল উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকালে কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের বেলগাছি মোড়ে দৃষ্টিনন্দন এ ম্যুরাল উন্মোচন করেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার আমিরুল আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেকসহ অনেকে। ম্যূরাল উন্মোচন অনুষ্ঠানে গগন হরকরার ' আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যেরে' গানটি পরিবেশন করেন কুমারখালী শিল্পকলা একাডেমির শিল্পীরা। গগন হরকরার ম্যুরালের নকশা প্রণয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। এ গুণী শিল্পীকে জাতীয়ভাবে সম্মানিত করার কথা বলছেন সংসদ সদস্য সেলিম আলতাফ র্জ। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->