• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:২২:৩৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

চট্টগ্রামের বাঁশখালীতে একবিংশ আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষ্যে প্রথম প্রার্থনা সভা অনুষ্ঠিত


রবিবার ১৩ই নভেম্বর ২০২২ দুপুর ০১:০৬



প্রার্থনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে একবিংশ আন্তর্জাতিক  ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষ্যে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রথম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কোকদন্ডীর জগদানন্দ ধামে বাঁশখালী ঋষিধামের মোহন্ত মহারাজ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের সভাপতিত্বে ও বিভাস গুহের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ ও  সচিদানন্দ পুরী মহারাজ। এসময় ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের  সভাপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ ও অর্থ সম্পাদক তড়িৎ গুহ সহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->