• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৩:০৫ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জ থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রাজবাড়ি জেলা পুলিশ


বৃহঃস্পতিবার ২০শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:৩৪



নারায়ণগঞ্জ থেকে  প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রাজবাড়ি জেলা পুলিশ

গ্রেফতারকৃত প্রতারক চক্রের দুই সদস্য

রাজবাড়ীতে প্রতারক চক্রের খপ্পরে পড়ে খোয়া যাওয়া মালামাল উদ্ধার সহ প্রতারক চক্রের দুই সদস্যকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে  রাজবাড়ি জেলা পুলিশ। 

বৃহস্পতিবার(২০ অক্টোবর) সকালে রাজবাড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী সদরের দক্ষিণ শুল্যাকিয়া ইউনিয়নের মাসুদ হোসেন ও শরীয়তপুরের সখিপুর উপজেলার বাঘা ভূইয়াকান্দির শাহাদাৎ সরদার। 

পুলিশ জানায়, গত ১১ অক্টোবর রাজবাড়ী জেলা স্কুলের সামনে থেকে প্রিয়া আক্তার নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করে অজ্ঞাতনামা দুই ব্যক্তি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ১৫ অক্টোবর মামলা দায়ের করার পর অভিযানে নামে পুলিশ। পরে নারায়নগঞ্জ রাজবাড়ি জেলা পুলিশ প্রতারক চক্রের এ দু্ই সদস্যকে গ্রেপ্তার করে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->