কিশোর ও যুব সমাজের মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও স্মার্টফোন ইন্টারনেট আসক্তি রোধে ব্যতিক্রম উদ্দ্যোগ নিয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে উপজেলার ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে, ক্রীড়া সংস্থা ও ভোরের পাখি ফুটবল একাদশের সহযোগিতায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। খেলায় ভোরের পাখি ফুটবল একাদশ, টিয়া পাখি ফুটবল একাদশকে ৬-৪ গোলে পরাজিত করে।
মন্তব্য করুনঃ