• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:০১:৩০ (13-May-2024)
  • - ৩৩° সে:

শেখ জামালের ৭১তম জন্মদিন আজ


রবিবার ২৮শে এপ্রিল ২০২৪ বিকাল ০৩:১২



শেখ জামালের ৭১তম জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শেখ জামালের ৭১তম জন্মদিন আজ।

বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। অনন্য প্রতিভার অধিকারী শেখ জামাল ছিলেন দেশপ্রেমী এবং একজন ক্রীড়াবিদ। একইসঙ্গে ছিলেন একজন সংস্কৃতিপ্রেমীও। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭১তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার কোল আলোকিত করে জন্ম নেন তিনি। জামাল ভূমিষ্ট হওয়ার ১২ দিন পর অর্থাৎ ১০ মে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সরকারের কৃষি, ঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী হিসেবে শপথ নেন পিতা শেখ মুজিবুর রহমান। শত ব্যস্ততার মধ্যেও পরিবারকে একটু সময় দেওয়ার প্রবল আকাঙক্ষায় ছোট্ট শিশু শেখ জামালসহ পুরো পরিবারকে টুঙ্গিপাড়া থেকে নিয়ে আসেন ঢাকায়। 

শৈশব থেকেই শেখ জামাল ছিলেন অত্যন্ত হাসিখুশি ও প্রাণবন্ত। কিশোর বয়সে তার অলরাউন্ডার বড়ভাই ক্যাপ্টেন শেখ কামালের মত তিনিও হয়ে উঠেছিলেন ক্রীড়ানুরাগী। তিনি ক্রিকেট, হকি ও ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় পারদর্শী ছিলেন। তিনি আবাহনীসহ কয়েকটি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি গিটার শিখতেন ছায়ানটে। প্রথমে কিছুদিন ঢাকার বিএএফ শাহীন স্কুলে পড়াশুনা করেন শেখ জামাল। পরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। সেইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের প্রথম ব্যাচের কমিশন্ডপ্রাপ্ত অফিসার ছিলেন তিনি। 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দি ছিলেন। সেখান থেকে পালিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে ভারতের আগরতলা পৌঁছান। সেখানে তিনি মুজিব বাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধে অংশ নেন ৯ নম্বর সেক্টরের অধীনে। নেতৃত্ব দেন সম্মুখসমরে। শেখ জামাল ছিলেন একজন দেশপ্রেমিক চৌকস-মেধাবী সেনা কর্মকর্তা। 

মুক্তিযদ্ধে বিজয়ের পর ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেন শেখ জামাল।  এরপর ব্রিটেনের স্যান্ডহার্স্ট একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ঢাকা সেনানিবাসের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে।  দ্বিতীয় ইস্ট বেঙ্গলে চাকুরিকালে স্বল্প সময়েই অফিসার ও সৈনিকদের মাঝে তিনি অসাধারণ পেশাগত দক্ষতা ও আন্তরিকতার মধ্য দিয়ে হয়ে যান তাদেরই একজন।  ট্রেনিং গ্রাউন্ডে, রণকৌশলের ক্লাসে, অবস্টাকল ক্রসিংয়ে অংশ নিয়ে সৈনিকদের মুগ্ধ করেন তিনি। ব্যাটালিয়ন বক্সিং টিমের সদস্যদের প্রশিক্ষণ দিতেন শেখ জামাল। 

১৯৭৫ সালের ১৪ আগস্ট ব্যাটালিয়নের ডিউটি অফিসার হিসেবে ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করেন তিনি। সেই রাতেই ক্যান্টনমেন্ট থেকে ফিরে আসেন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে।  ‘ঘাতক দল’ ততক্ষণে প্রস্তুতি নিচ্ছে শতাব্দীর এক নৃশংসতম হত্যাকাণ্ডের জন্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নৃশংসভাবে খুন হন শহিদ হন শেখ জামাল। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ