• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

০১:২৫ পিএম, ২২ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

ব্রাজিলের পতাকায় সজ্জিত অটোরিক্সা থেকে , ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার


মঙ্গলবার ২২শে নভেম্বর ২০২২ দুপুর ০১:২৫



ব্রাজিলের পতাকায় সজ্জিত অটোরিক্সা থেকে , ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক :

চাঁদপুরের হাজীগঞ্জে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লার লাকসাম থানার সাহাপুর গ্রামের নিখিল সাহার ছেলে জীবন সাহা এবং একই থানার বাতাখালি গ্রামের মৃত পুল মিয়ার ছেলে রুবেল হোসেন। সিএনজি চালিত অটোরিক্সাটি ব্রাজিলের পতাকা লাগিয়ে সুসজ্জিত করা ছিল।

সোমবার (২১ নভেম্বর) সকালে হাজীগঞ্জ বাজার থেকে মাদকসহ ওই সিএনজিটি আটক করা হয়

জব্দকৃত বিদেশি মদের মধ্যে রয়েছে রয়েল স্টেগ ছয় বোতল, স্টার্লিং রিজার্ভ ১১ বোতল, সিগ্নেসার ১০ বোতল, রয়েল গ্রিল চার বোতল, ব্লেন্ডার্স প্রাইড ২০ বোতল ও হিমেন বিয়ার ছয় বোতল।

এ নিয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। তবে ব্রাজিলের পতাকার বিষয়টি একেবারে কাকতালীয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->