• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৯:০৪ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৫:১১ পিএম, ১৬ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

চট্টগ্রামে ডা: ললিত কুমার দত্তের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত


রবিবার ১৬ই জুলাই ২০২৩ বিকাল ০৫:১১



চট্টগ্রামে ডা: ললিত কুমার দত্তের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত

চট্টগ্রামে বিশিষ্ট চিকিৎসক, প্রবীণ রাজনীতিবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব ডা: ললিত কুমার দত্তের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সন্ধায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এ উপলক্ষে স্মরণসভার আয়োজন করে ডা: ললিত কুমার দত্ত স্মরণ সভা নাগরিক কমিটি। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মানুষের সেবায় বাতিঘর ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা: ললিত কুমার দত্ত। নাগরিক কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সরওয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদসহ অন্যান্যরা। 
 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->