• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:২০:৩৮ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


বুধবার ৪ঠা জানুয়ারী ২০২৩ রাত ১০:৪৮



দেওয়ানগঞ্জে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে পৌর শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, সাবেক যুগ্ম-সম্পাদক আসলাম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা প্রসন্ন সরকার,
কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু খান, সাধারণ সম্পাদক মানিক উল্লাহ মানিক ও পৌর ছাত্রলীগের সভাপতি সবুজ খান সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->