• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২১:৫৫ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

নগরকান্দায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


বুধবার ১১ই জানুয়ারী ২০২৩ দুপুর ০১:৪৫



নগরকান্দায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করছেন শাহদাব আকবর লাবু চৌধুরী।

আবু নাসের হুসাইন, সালথা, প্রতিনিধি : 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে নগরকান্দায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১০ জানুয়ারী) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মারুফ হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন ফকির ও সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->