• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৭:১৮ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত


শনিবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:৪৬



চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে অংশ নেয়া দলীয় নেতাকর্মীদের একাংশ।

মো: রাশেদ, চট্টগ্রাম প্রতিনিধি 

সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে এবং নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি সহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে উপস্থিত দলীয় নেতারা।

শনিবার(৪ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর কাজির দেউড়ি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। 

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ কেন্দ্রী ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->