আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় শেখ কামাল আন্ত: স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৪ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহীন।
পরে পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে একইস্থানে এসে শেষ হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহ উদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বৈদ্য,সালথা থানার উপ-পরিদর্শক রায়হান আহমেদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ