কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ড দৌলতখালী মাদ্রাসা মোড় থেকে শ্যামলী আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে মাদ্রাসা মোড় গ্রামে গৃহবধূও বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। নিহতের পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
মন্তব্য করুনঃ