নরসিংদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ে জড়িত ২ জনসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন।
রোববার (৩০ অক্টোবর) রাতে নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- নেত্রকোণার মাসুদ মিয়া, শরীয়তপুরের ইকবাল হোসেন, বরিশালের ইমরান এবং ঝালকাঠির মিজান ও শাহাবুদ্দিন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ছাড়াও একটি প্রাইভেটকার এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ৫ জন গতকাল রাতে প্রাইভেটকার, মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মাধবদী টু নরসিংদী আঞ্চলিক সড়কে ডাকাতির উদ্দেশে জড়ো হয়। তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃতরা জানায়, এই পাঁচজনের মধ্যে ২ জন গত ৬ সেপ্টেম্বর ব্যাটারিচালিত অটো ছিনতাই ও চালককে হত্যার সাথে জড়িত ছিল। গ্রেফতারকৃতদের সবাই পেশাদার ডাকাত ও ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, গুম ও ডাকাতির মামলা রয়েছে।
মন্তব্য করুনঃ