কুমিল্লায় সদ্য যোগদান করা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেছেন, ‘আমি কুমিল্লায় যেভাবে এসেছি, যাওয়ার সময় একটা ভালো অনুভূতি নিয়ে যেতে চাই। আমি যেন ভালোভাবে বিদায় নিয়ে যেতে পারি। আমি অবশ্যই কুমিল্লায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চেষ্টা করব।’
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক শামীম আলম বলেন, ‘আমি আমার মূল দায়িত্বগুলো পালন করার জন্য চেষ্টা করব। আমি ধারাবাহিকতায় বিশ্বাসী। সাবেক জেলা প্রশাসকদের আগের কাজগুলো এগিয়ে নেয়ার জন্য চেষ্টা করব।’
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কাবিরুল ইসলাম খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা ছাড়াও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ