• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:২৫:২৫ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

বাদ পড়লেন শাম্মী আহম্মেদ, টিকে রইলেন পংকজ নাথ


শুক্রবার ১৫ই ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৫৪



বাদ পড়লেন শাম্মী আহম্মেদ, টিকে রইলেন পংকজ নাথ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের দুটি আপিল আবেদনই নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এতে শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল বহাল থাকল। একই আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের প্রার্থিতা বহাল আছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এই রায় দেয় কমিশন।

নির্বাচন কমিশনে দুটি আপিল আবেদন করেছিলেন শাম্মী আহম্মেদ। এর একটি আবেদন ছিল, রিটার্নিং কর্মকর্তা তাঁর যে মনোনয়নপত্র বাতিল করেছিলেন, তা ফিরে পেতে। দ্বৈত নাগরিকত্ব থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

আরেকটি ছিল আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। পংকজ নাথ হলফনামায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ তুলেছেন শাম্মী আহম্মেদ। তাঁর দুটি আবেদনই নামঞ্জুর হয়ে গেছে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৫৮টি আপিল হয়েছে। ১০ ডিসেম্বর আপিল শুনানি শুরু হয়। আজ শুনানির শেষ দিন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->