• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২০:৪৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনার জয়ের উল্লাসে কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪


সোমবার ১৯শে ডিসেম্বর ২০২২ বিকাল ০৪:১৭



আর্জেন্টিনার জয়ের উল্লাসে কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপের উত্তাপে আর্জেন্টিনার জয়ের উল্লাসে কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

তীব্র স্নায়ুক্ষয়ী ফাইনালের সমাপ্তিতে বিজয় উল্লাসে ফেটে পড়েন কুষ্টিয়ার হরিপুর এলাকার আর্জেন্টিনার সমর্থকরা। টাইব্রেকার শেষ হওয়ার পরপরই বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় দু’পক্ষের মধ্যে। এরপরেই উভয়ই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আর্জেন্টিনার এক সমর্থক মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। অপর পক্ষ বলছেন, খেলা উপলক্ষ করে মারামারির সূত্রপাত হলেও মূলত পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার চার্জ অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->