• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:২৪:৩০ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

নানা সংকটে জর্জরিত লালমনিরহাটের ঐতিহ্যবাহী তাঁতশিল্প


শুক্রবার ২৮শে জুন ২০২৪ দুপুর ০১:৫৩



নানা সংকটে জর্জরিত লালমনিরহাটের ঐতিহ্যবাহী তাঁতশিল্প

ছবি: সংগৃহীত

রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট প্রতিনিধি:

তাঁতের খট খট শব্দে একসময় মুখরিত থাকত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ও মহিষামুড়ির তাঁতপল্লী। বিরামহীন কাজ করে যেতেন তাঁতিরা।

কিন্তু এখন আর সেই সুদিন নেই এই এলাকার তাঁত শিল্পে। পুঁজির অভাব, কাঁচামালের অতিরিক্ত দাম আর পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকেও মিলছে না ন্যায্য মূল্য। ফলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন তাঁত কারখানা। জীবিকার তাগিদে পেশা বদলেছেন অনেকে।

তবে শত সঙ্কটের মাঝেও বংশ পরম্পরায় পাওয়া পেশা টিকিয়ে রেখেছেন অনেকে। ঐতিহ্যবাহী এ শিল্প রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা দিাবি তাঁতিদের।

এদিকে তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে স্বল্পসুদে ঋণ দেয়াসহ সহায়তার আশ্বাস দিলেন  লালমনিরহাট বিসিক জেলা কার্যালয়ের উপব্যস্থাপক জাহাঙ্গীর আলম।

সরকারি কিংবা বেসরকারি সহায়তা পেলে তাঁতপল্লী দুটির অতীত ঐতিহ্য আবারো ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->