• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৪:৩২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত


শনিবার ১৬ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:৪৫



লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে বিএসএফেরর গুলিতে ৩ বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার দৈখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপারের সময় এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, হাতিবান্ধা উপজেলার দৈখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দিকুরি এলাকার বাসিন্দা শ্রী সুজন (২১) এবং গেন্দুকুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দৈখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. বশির উল্লাহ  জানান, ওই দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯০১ থেকে প্রায় ৩০০ মিটার ভারতের অভ্যন্তরে বান্নিগড়ায় ভোর ৪ টার দিকে বাংলাদেশি কয়েকজন কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপার করছিল। এ সময় ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য কয়েক রাউন্ড ফায়ার করে। এতে বাংলাদেশি ওই ৩ চোরাকারবারীর দুইজনের পায়ে ও একজনের হাতে গুলিবিদ্ধ হয়। এ সময় অন্য সঙ্গীরা তাদের উদ্ধার করে পালিয়ে যায়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি গরু পারাপারকারী আহতের খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->