মফস্বল ডেস্ক :
লালমনিরহাটে ওয়াজ মাহফিলের প্যান্ডেল সাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দৈলজোর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক রুবেল মিয়া (৩০) সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সাকোয়া এলাকার আজিজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী সাপ্টিবাড়ী ইউনিয়নের কাচারী মসজিদের পাশে আয়োজিত ওয়াজ মাহফিলের প্যান্ডেল সাজানোর কাজ করতে গিয়ে রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় উপস্থিত লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুনঃ