• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৫:০৩:৩০ (21-May-2024)
  • - ৩৩° সে:

যে কারণে বেশি কাজ আসলেও ফিরিয়ে দিচ্ছেন চঞ্চল


বৃহঃস্পতিবার ৫ই অক্টোবর ২০২৩ দুপুর ০১:৩৬



যে কারণে বেশি কাজ আসলেও ফিরিয়ে দিচ্ছেন চঞ্চল

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। শুধু ছোটপর্দা নয়, ওয়েব সিরিজ থেকে সিনেমা―সব মাধ্যমেই দাপুটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। আর অভিনয় দক্ষতায় এপার বাংলা ছাড়িয়ে খ্যাতি ছড়িয়েছে ওপার বাংলা, অর্থাৎ কলকাতায়ও। 

‘হাওয়া’ সিনেমা ও ‘কারাগার’ সিরিজ মুক্তির পর যেমন দর্শকপ্রিয়তা বেড়েছে এই অভিনেতার, তেমনি কদর বেড়েছে নির্মাতাদের কাছেও। ঢাকাই ইন্ডাস্টির বাইরে এখন টালিউড ইন্ডাস্ট্রি থেকে ডাক পাচ্ছেন চঞ্চল চৌধুরী। এই তো, গুণী নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনায় মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ এ কাজ করলেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কমলেশ্বর মুখার্জির ওয়েব সিরিজ ‘গণদেবতা’য় অভিনয় করার কথা চঞ্চল চৌধুরীর। এছাড়াও নাকি আরও অনেক কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। কিন্তু সেসব প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেতা। 

সম্প্রতি ভারতে বাংলাদেশের একটি ওটিটি প্লাটফর্মের অভিষেক হয়। অভিষেক অনুষ্ঠানে গিয়ে এ ব্যাপারে চঞ্চল চৌধুরী বলেন, আসলে এই মুহূর্তে একটু বাছাই করে কাজ করতে চাই আমি। ক্যারিয়ারের শুরুতে বাংলাদেশে টেলিভিশনে অনেক চুটিয়ে কাজ করেছি। পরে সিনেমায় আসার পর দর্শকের যে গ্রহণযোগ্যতা পেয়েছি, সেটি আমি হারাতে চাই না। একটা মানদণ্ড বজায় রাখতে চাই। 

এ অভিনেতা জানান, ‘হাওয়া’ মুক্তির পর টালিপাড়া থেকে  বেশি বেশি কাজের প্রস্তাব আসছে তার কাছে। তার মতে, ব্যাট-বলে মিলছে না। তিনি স্পষ্ট করে বলেন, মধ্যমানের কাজের সংখ্যা যদি বেশি হয় তাহলে দর্শক আর ফিরে তাকাবে না আমার দিকে। 

এছাড়া নির্মাতাদের ফিরিয়ে দেয়া প্রসঙ্গে বলেন, মুখের উপর না বলি না। কোনো গল্পের একটা অংশ ভালো লাগে। আবার কখনো শিডিউলজনিত সমস্যার জন্যও কাজ করা হয় না। 

আরও পড়ুন: এক সিনেমায় হৃত্বিকের সঙ্গে সালমান ও শাহরুখ

এদিকে নতুন কাজ নেয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে তার। গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ হওয়া জরুরি। আবার নিজের চরিত্র কেমন, এ নিয়ে অনেক ভাবেন চঞ্চল চৌধুরী। বলেন, আমি নতুন নতুন চরিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এতে আমার লুকগুলো নতুন আশা করি। আবার একই ধরনের চরিত্রে বারবার কাজ করতে রাজি না আমি। 

এ অভিনেতা আরও বলেন, আমার কোনো কাজ থেকে কিছু প্রত্যাশা করি না কখনো। আবার হয়তো অনেক কিছু আশাও করি। কারণ অভিনয় আমার কাছে পরীক্ষা দেয়ার মতো। নম্বর দেবেন দর্শকরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ