• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ সকাল ১১:৫৯:৪৬ (07-Jan-2025)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী


বৃহঃস্পতিবার ২৯শে ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:০৩



শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিজ্ঞান মেলার উদ্বোধন করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মনিরুল ইসলাম, মতলব উত্তর(চাঁদপুর)প্রতিনিধি :

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার আহবান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->