• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫২:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মুন্সিগঞ্জে সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ


রবিবার ১৮ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৫:১৮



মুন্সিগঞ্জে সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক ও জনপদের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট অবৈধ ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ৫শ’ মিটার এলাকা জুড়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন, সড়ক ও জনপদ বিভাগ ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইন উদ্দিন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নারায়ণগঞ্জের জোগেন নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, প্রধানমন্ত্রী আগামী ২১ ডিসেম্বর তারিখে সারাদেশে ২ হাজার কিলোমিটার সড়ক উদ্বোধন করবেন। এর মধ্যে ভবেরচর-গজারিয়া- মুন্সিগঞ্জ সড়কটি অন্তর্ভুক্ত রয়েছে। তবে সড়কটির ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সওজের জায়গা দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। সকাল থেকে গড়ে উঠা ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম রাশেদুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেনসহ গজারিয়া থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->