• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫৪:২০ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

সাতদিনের সফরে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ শৌরিয়া ও রাজবীর


শনিবার ১৪ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:২০



সাতদিনের সফরে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ শৌরিয়া ও রাজবীর

ভারতীয় কোস্টগার্ডের জাহাজ শৌরিয়া

রাশেদ,চট্টগ্রাম প্রতিনিধি :

পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও দুদেশের আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সাতদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ শৌরিয়া ও রাজবীর। 

শুক্রবার(১৩ জানুয়ারী) বিকেলে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখা থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ কামরুজ্জামান ভারতীয় জাহাজ দুটিকে স্বাগত জানায়।

পরে জাহাজ দুটিকে চট্টগ্রাম বহির্নোঙর পর্যন্ত স্কট দিয়ে নিয়ে আসা হয়।

জেটিতে পৌঁছালে বাংলাদেশ কোস্টগার্ডের সুসজ্জিত বাদক দল জাহাজ দুটিকে অভিবাদন জানায়। এসময় ফুল দিয়ে বরণ করা হয় দুই জাহাজের অধিনায়ক সহ কর্মকর্তাদের।

এ সফর দুদেশের কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। শুভেচ্ছা সফরের অংশ হিসেবে আগমনকারী জাহাজ দুটির অধিনায়ক কমান্ডাররা চট্টগ্রাম নেভাল এরিয়া ও জোনাল কমান্ডার পূর্ব জোনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->