• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১০:৪২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৪:৪২ পিএম, ১৫ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


শনিবার ১৫ই জুলাই ২০২৩ বিকাল ০৪:৪২



ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যাত্রাপুরে যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই প্রতিপাদ্যে শুক্রবার বিকেলে সংগঠনের আহবায়ক মোঃ দিদার আলম এর নেতৃত্বে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র‌্যালি বের করা হয় । র‌্যালিটি যাত্রাপুর চকবাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ গিয়ে শেষ হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন অভিযান মাদক বিরোধী যুব ফাউন্ডেশন এর আহবায়ক মোঃ দিদার আলম। বক্তব্য রাখেন, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সালাউদ্দিন সোহেল, আনসার আলী মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মতিন এবং সদর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফাসহ অন্যান্যরা। বক্তারা মাদকামুক্ত সমাজ গড়ার লক্ষে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->