• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:০৩:৪৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

সালথায় বই উৎসবের উদ্বোধন


রবিবার ১লা জানুয়ারী ২০২৩ রাত ০৮:৪৬



সালথায় বই উৎসবের উদ্বোধন

বই বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহীন।

আবু নাসের, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : 

ফরিদপুরের সালথায় বই উৎসবের উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (১ জানুয়ারি ) সকাল ১১টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ উৎসবের উদ্বোধন করা হয়।

বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার ও সালথা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ আনজুমান আরা খানম সহ অনেকে উপস্থিত ছিলেন। 

এ উৎসবের মাধ্যমে উপজেলার ৭৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদরাসা সহ অন্যান্য স্কুলের মোট ৩১ হাজার ৭১৯ জন শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন বই বিতরণ করা হবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->