ফোয়াদ মনি তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১ জানুয়ারী) দুপুরে শহরের বালুর মাঠ এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ’র নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা অংশ নেয়।
শোভাযাত্রা শেষে শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ