• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৪:৩০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

বিএনপির গণসমাবেশ: মিছিল-শ্লোগানে মুখরিত কুমিল্লার টাউন হল মাঠ


শনিবার ২৬শে নভেম্বর ২০২২ বিকাল ০৩:১৭



বিএনপির গণসমাবেশ: মিছিল-শ্লোগানে মুখরিত কুমিল্লার টাউন হল মাঠ

ছবি : সংগৃহীত

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ আজ শনিবার (২৬ নভেম্বর)। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ স্থল। মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল টাউন হল মাঠ।

বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে দলটির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। বিএনপি নেতাদের অভিযোগ, বিভিন্ন স্থানে বাধা দেয়া হয়েছে তাদের। তা সত্ত্বেও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন সমাবেশ স্থলে।

তবে সমাবেশ ঘিরে কুমিল্লায় পরিবহন ধর্মঘট ডাকেনি মালিক-শ্রমিকরা। যদিও গণপরিবহন বন্ধের আশঙ্কায় গত বৃহস্পতিবার থেকেই বিচ্ছিন্নভাবে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকেই ব্যাপক জনসমাগম চোখে পড়ে টাউন হল মাঠে।

এদিকে, বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলেও সমাবেশে থাকবেন বলে জানিয়েছেন মেয়র প্রার্থী মনিরুল হক সাককু ও নিজাম উদ্দিন কায়সার। বিএনপি নেতারা বলেন, তাদের আজকের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এরই মধ্যে কুমিল্লায় পৌঁছেছেন সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->