• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৩:১৯ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

কোটি টাকার ফার্নিচার বিক্রি হয় যে হাটে


সোমবার ২৬শে সেপ্টেম্বর ২০২২ সকাল ০৬:২১



কোটি টাকার ফার্নিচার বিক্রি হয় যে হাটে

ফাইল ছবি

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদর থেকে মাত্র ১৪ কিলোমিটার পূর্বে বংশাই নদীর পাড়ে ধলাপাড়া হাট অবস্থিত। সপ্তাহের দুই দিন বৃহস্পতিবার ও সোমবার বসে এ হাট। কাঠের তৈরি বাহারি ডিজাইন হরেক রকম নামকরণের খাট, সোফাসেট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, শো-কেস, চেয়ার-টেবিল, দরজা-জানালাসহ বিভিন্ন ধরনের ফার্নিচার বিক্রি হয় এখানে।

দুটি হাটে ফার্নিচার বিক্রি হয় কোটি টাকারও বেশি। নাগালের মধ্যে দাম, সড়ক ও নৌপথের পরিবহন সুবিধার জন্য উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণির মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ঘাটাইল অঞ্চলের এ হাটটি।

টাঙ্গাইলের পার্শ্ববর্তী জেলা ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন আসবাবপত্র ক্রয় করতে। বিক্রি হয় পাইকারি ও খুচরা দামে। সুলভ মূল্যে ফার্ণিচার কিনতে পেরে খুশি ক্রেতারা।

মূল্য বৃদ্ধি পাওয়ায় আগের চেয়ে ক্রেতা কিছুটা কম বলে জানালেন বিক্রেতারা। কম মূল্যে গুনগত মানের ফার্ণিচারের কথা জানিয়ে হাটের জৌলুস ধরে রাখতে ইজারা মূল্য কমিয়ে দেয়ার দাবি ইজারাদার ও জনপ্রতিনিধির।

শত বছরের ঐতিহ্য এ ফার্ণিচার হাটের জৌলুস ধরে রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে এলাকাবাসী।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->