• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২২:২২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে একই পরিবারের ৪ জন দগ্ধ


শনিবার ১৭ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:১৭



রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে একই পরিবারের ৪ জন দগ্ধ

সংগৃহীত

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিদগ্ধ হয়েছেন একই পরিবারের দুই শিশুসহ ৪ জন। আহতদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রুমা আক্তার নিজ ঘরের ভিতরে থাকা সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করতে যান। এ সময় দিয়াশলাই দিয়ে চুলায় আগুন জ্বালাতে গেলে আগুন তাৎক্ষনিকভাবে ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে।

এ সময় খাটের উপর টানানো মশারিতে লেগে রুমা আক্তার, তার স্বামী জাহিদ হোসেন, মেয়ে লাবনী ও ছেলে ইয়াসিন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->