সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মল্লিকপাড়া এলাকা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার দূপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মল্লিকপাড়া এলাকার মহাসড়কের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।
ধারণা হচ্ছে প্রায় ১ সপ্তাহ আগে ওই নারীর লাশ এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে বলে জানায় পুলিশ।
মন্তব্য করুনঃ