"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যে নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় মৎস্য সপ্তাহ- উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম এবং উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. ফখরুল ইসলামসহ অন্যান্যরা। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও মৎস্য সংগঠনের নেতারা উপস্তিত ছিলেন। র্যালিও আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুনঃ