• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৯:০১ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত- ৬


সোমবার ১৪ই নভেম্বর ২০২২ দুপুর ০২:৩৮



ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত- ৬

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সাইদ বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। নিহত সাইদ বিশ্বাস শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বিএলকে বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের মেম্বার মান্নান ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ৪ নং ওয়ার্ড বিষ্ণপুর গ্রামের মেম্বার কফিল উদ্দীনের। এর জেরে সোমবার সকাল ৮টার দিকে বিএলকে বাজারে মান্নানের ভাতিজা তরিকুলকে হামলা করে কফিলের সমর্থক মতিউল, আমিন, হানিফ ও মাসুদসহ আরও বেশ কয়েকজন। পরে দুই মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হয় মান্নানের সমর্থক সাঈদ, শরিফুল ইসলাম, রেজাউল বিশ্বাস, গোলাম কিবরিয়া, শরিফ, বকুল এবং ইসমাইল। পরে হাসপাতালে নেয়ার পথে মান্নানের ভাই সাইদের মৃত্যু হয়।

এ নিয়ে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনা শোনার পর পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলেও জানান ওসি। তাই ফের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করেনি কোনো পক্ষ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->