• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১২:০৯:০৬ (31-Dec-2024)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে বাসের ধাক্কায় নৈশপ্রহরী নিহত


মঙ্গলবার ২৭শে ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:২৭



ঝিনাইদহে বাসের ধাক্কায় নৈশপ্রহরী নিহত

ছবি : সংগৃহীত

মফস্বল ডেস্ক :

ঝিনাইদহ শহরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রকিবুল ইসলাম (৫৪) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রকিবুল শৈলকূপা উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে। তিনি শহরের ব্র্যাক ব্যাংকের নাইট গার্ডের চাকুরি করতেন। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতের ডিউটি শেষ করে সকালে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন রকিবুল। পথে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী গড়াই পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->