• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩১:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে রুপগঞ্জে আলোচনা সভা ও উচ্ছেদ অভিযান


সোমবার ২৬শে সেপ্টেম্বর ২০২২ ভোর ০৪:০৯



বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে রুপগঞ্জে আলোচনা সভা ও উচ্ছেদ অভিযান

ফাইল ছবি

নারায়নয়ঞ্জ প্রতিনিধি : বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে নারায়নগঞ্জের রুপগঞ্জে আলোচনা সভা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর রবিবার বিকেল রুপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ায় বীরপ্রতিক গাজী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকের সভাপতিত্বে এবং কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান বজলুর সার্বিক ব্যাবস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন নারায়নগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ইসমত আরা পিএএ। বিশেষ অতিথি ছিলেন রুপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান ভূইয়া, সহকারী ভূমি কমিশনার রুপগঞ্জ কামরুল হাসান মারুফ, রুপগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ এ.এফ.এম সায়েদ,উ্প-সহকারী প্রকৌশল অধিদপ্তর রুপগঞ্জের আয়েশা খাতুন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জাহেদ আলী প্রমূখ।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে নারায়নগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ইসমত আরা পিএএ নেতৃত্বে শীতলক্ষা নদীর পশ্চিম তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে নদীর তীরে কাঁচা-পাকা টয়লেট নির্মাণ করে যে সকল বর্জ নদীতে ফেলে নদীর পানী দুষন করা হচ্ছে তার মধ্যে কয়েকটি কাচা টয়লেট ভেঙ্গে ফেলা হয় এবং অন্যান্য বাড়ি-ঘরের বর্জ যেন নদীতে ফেলা না হয় সে লক্ষ্যে এলাকায় বসবাসরত জনসাধারনকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->