• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৭:১৬ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে মেলার নামে চলছে‘অশ্লীল নৃত্যে ও জুয়া


রবিবার ১লা জানুয়ারী ২০২৩ বিকাল ০৪:১৭



নোয়াখালীতে মেলার নামে চলছে‘অশ্লীল নৃত্যে ও জুয়া

যাত্রাপালার আড়ালে অশ্লীল নৃত্য

প্রশান্ত সুভাষ চন্দ, চ্যানেল এস ডেস্ক:

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মুকবুল চৌধুরী হাটে বিজয় মেলার নামে চলছে অশ্লীল নৃত্যের আসর ও রমরমা জুয়া খেলা। প্রকাশ্যে মাদককারবার চালানোর অভিযোগও উঠেছে। এসবে আকৃষ্ট হয়ে দর্শক হিসেবে ভিড় বাড়ছে স্কুল-কলজ পড়ুয়া শিক্ষার্থীদের।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ কর স্থানীয় প্রভাবশালী নেতাদের মদদে চলছে এমন অসামাজিক কর্মকান্ড।

গত ১৬ ডিসেম্বর এ মেলার উদ্বোধন করা হয়। মেলার প্রতীকি দোকান হিসেবে রয়েছে ১৫ থেকে ২০টি স্টল। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত মেলার অনুমোদন রয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

মূলত যাত্রাপালার আড়ালে মেলার মূল আকর্ষণ হলো গভীর রাতে নগ্ন নৃত্য। যা দেখতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও উঠতি বয়সী ছেলেরা ভিড় জমায়। তবে অশ্লীল এ নৃত্যের স্থির চিত্র ও ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারীতে রাখা হয় দর্শকদের।

তবে মেলা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল মুনাফ বলেন, ‘আমরা ভেতরে যাই না। এ রকম কিছু হলে তা বন্ধ করে দেব।’

এ ব্যাপারে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা সুলতানা বলেন, ‘এখানে অশ্লীল নৃত্য চলে শুনেছি। তবে আজকে এ মেলা বন্ধ করে দিবেন বলেও জানান তিনি।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, অসামাজিক ও অবৈধ কিছু করা হলে অবশ্যই আইনী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->