• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৮:০৪:৩৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৬:৪১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২


ক্যাটাগরি

সারাদেশ
জেলার খবর
দুর্ঘটনা
পরিবেশ

নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে একটি গরুসহ এক গৃহবধূর মৃত্যু


সোমবার ২৬শে সেপ্টেম্বর ২০২২ সকাল ০৬:৪১



নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে একটি গরুসহ এক গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে সবিতা রানী দাস (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় মারা গেছে তাঁর সাথে থাকা একটি গরুও।

সোমবার বেলা ১১টার দিকে পশ্চিম চরবাটা এলাকার শীবচরণ গ্রামের এ ঘটনা ঘটে। নিহত সবিতা রানী দাস ওই গ্রামের পবিত্র দাসের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে উপজেলায় থেমে থেমে বৃষ্টি হয়। এরকিছুক্ষণ পর থেকে ভারিবর্ষণ ও বজ্রপাত শুরু হয়। ভারিবর্ষণ ও বজ্রপাতের কারণে বাড়ির পাশের মাঠে থাকা গরু আনতে মাঠে যান সবিতা। মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে আসার পথে মাঠের মধ্যে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে সবতিা ও তার সাথে থাকা গরুটি মারা যায়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->