“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খুরশীদ আলমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, সবুজ বাংলাদেশ সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি খন্দকার মো. দিদারুল আলম, সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশন সংগঠনের সভাপতি মো. জাকার আহম্মদ, কল্যাণের শপথ যুব সংঘের প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল ও নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ সংগঠনের সভাপতি মো. এনামুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্ত ১২ জন যুবকের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
মন্তব্য করুনঃ