• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৯:৫০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৫:০৩ পিএম, ০৪ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর
অপরাধ
শিশু-কিশোর অপরাধ

কোম্পানীগঞ্জে বাংলাদেশী বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিকের উপর কিশোর গ্যাংয়ের হামলা


শুক্রবার ৪ঠা নভেম্বর ২০২২ বিকাল ০৫:০৩



কোম্পানীগঞ্জে বাংলাদেশী বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিকের উপর কিশোর গ্যাংয়ের হামলা

বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টের জিএফসি হোটেল।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরমান হোসেন ও আনিমা হোসেন নামে বাংলাদেশী বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিকের উপর হামলা করেছে কিশোর গ্যাং এর সদস্যরা।  

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টে জিএফসি হোটেলের সামনে এই ঘটনা ঘটে।  

 হামলার শিকার বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক আরমান হোসেন(১৬) ও আনিমা হোসেন(২১) উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমির হোসেনের ছেলে ও মেয়ে।

এ ঘটনায় রাতেই আরমান ও আনিমার বাবা আমির হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, আরমান হোসেন ও আনিমা হোসেন জিএফসি হোটেলে নাস্তা করার সময় অজ্ঞাত দুই যুবক আনিমা হোসেনকে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে আরমান হোসেন প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।পরবর্তীতে আরমান ও আনিমা হোটেল থেকে চলে যাওয়ার সময় ওই দুই যুবক সহ তাদের সহযোগী ১০/১৫জন যুবক অতর্কিতে আরমানের উপর হামলা করে। এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। 

এদিকে অভিযোগ দায়েরের বিষয়টি স্বীকার করে ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অভিযোগের তদন্ত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক রবিউল হোসেন।

আগামীকাল শনিবার(৫ নভেম্বর) অধর্তব্য অপরাধ তদন্তের অনুমতির জন্য আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->