নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া মোঃ শাহজাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে স্থানীয় জেলেদের সহায়তায় কোস্টগার্ড মরদেহটি উদ্ধার করে। নিহত মো.শাহজাহান উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুনঃ