গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা মালামাল ও পাশের আবাসিক এলাকার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে ঝুটের গোডাউনে আগুণের সূত্রপাত হয়। এতে ১০টি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে গোডাউনের পাশে থাকা ফজলুল মোল্লার টিনসেডের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে তার ২২টি কক্ষ পুড়ে যায়।
খবর পেয়ে শুরুতে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় ডিবিএল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট গিয়ে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কোনাবাড়ী থানা পুলিশ, শিল্প পুলিশ, স্থানীয় লোকজন তাদের সহায়তা করেন।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তদন্তের পর সঠিক পরিমাণ জানা যাবে।
মন্তব্য করুনঃ