• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ সকাল ১০:৫১:৪৫ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ


সোমবার ২৩শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২০



বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি: চ্যানেল এস

গাজীপুর প্রতিনিধি: 

এদিকে, শিল্প নগরী টঙ্গীতে ৪ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কোরে আন্দোলন করছে সিজন্স ড্রেসেস লিমিটেড নামের একটি পোষাক কারখানা শ্রমিকরা।

সকাল নয়টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খাঁ পাড়া এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। ফলে ওই মহাসড়কের দুই পা‌শে যান চলাচল বন্ধ হ‌য়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আন্দোলনরত শ্রমিকরা জানায়, তিন মা‌সের বকেয়া বেতন, তিন বছ‌রের ছু‌টির টাকা, ফেব্রুয়ারি ও মার্চের ওভারটাইমের টাকা, এখনো পরিশোধ করা হয়নি। ফলে বাধ‌্য হ‌য়ে মহাসড়ক অ‌বরোধ ক‌রেন বলে জানান তারা। এছাড়া বেতনভাতা প্রতিমাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার দাবি জানান তারা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->