• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২১:২৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

টঙ্গীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে


বুধবার ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৪৬



টঙ্গীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগ্রহীত

আব্দুল আলীম, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী বাজার এলাকার মরিয়ম ম্যানশনে এক প্লাস্টিকের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল পৌনে ৬ টার দিকে স্থানীয়রা ভবনে আগুন এবং ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেয়। পরে টংগির তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একপর্যায়ে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে গিয়ে ছয় ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->