• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ০১:৩২:১১ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

০৩:০০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
আওয়ামী লীগ

কক্সবাজারে আওয়ামী লীগের জনসভা শুরু


বুধবার ৭ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:০০



কক্সবাজারে আওয়ামী লীগের জনসভা শুরু

ছবি সংগৃহীত

কক্সবাজারে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে এ জনসভা শুরু হয়। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মিছিল-স্লোগানে নিয়ে ভোর থেকেই সামাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। তাদের স্লোগানে-স্লোগানে মুখর সমাবেশস্থল। 

সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়া হয়। তবে সকাল থেকেই  লাবণী পয়েন্ট শেখ কামাল স্টেডিয়ামের মাঠে প্রবেশের মূল গেটে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা যায়। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরিধান করেছেন নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি। স্লোগান, বাদ্যযন্ত্রে জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

এর আগে বিশ্বের ২৮টি দেশের অংশগ্রহণে কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->