• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪১:০০ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

কক্সবাজারে একদিনে পৃথক পাহাড় ধসে ৪ জনের মৃত্যু


শুক্রবার ১২ই জুলাই ২০২৪ দুপুর ০১:৩৫



ছবি: চ্যানেল এস

কক্সবাজার প্রতিনিধি: 

কক্সবাজারে ভারি বৃষ্টিপাতের কারণে একের পর এক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার একদিনে চারটি পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে স্কুলছাত্রীসহ চারজনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও তিন জন। 

এদিকে পাহাড়ধসের পরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন, পাহাড়ের ঝুকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে করা হচ্ছে মাইকিং। কক্সবাজারের পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে প্রায় তিন লাখ মানুষ । 

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন- ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে সরিয়ে নিতে কাজ করছেন তারা। এছাড়া, কক্সবাজার পৌরসভা ১৩টি আশ্রয় কেন্দ্র খুলা হয়েছে।

মন্তব্য করুনঃ


-->