• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

পেকুয়ায় জীবাশ্ম জ্বালানিব্যবহারের বিরুদ্ধে র‌্যালি 


বৃহঃস্পতিবার ২৭শে জুন ২০২৪ দুপুর ০২:১৩



ছবি: সংগৃহীত

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি : 

কক্সবাজারের  পেকুয়ায় বৈশ্বিকউষ্ণতা কমানোর লক্ষে জীবাশ্ম জ্বালানিব্যবহারের বিরুদ্ধে র‌্যালি ওসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্যারিসচুক্তি লঙ্ঘনকরে জাপানি ব্যাংকগুলোএকের পর একজীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পেধারাবাহিক বিনিয়োগ বন্ধের দাবি জানান উপস্থিত বক্তারা। 

বুধবার পরিবেশও জলবায়ুবিষয়ক নাগরিকসংগঠন ধরিত্রীরক্ষায় আমরাও ওয়াটারকির্পাসবাংলাদেশ পেকুয়াউপজেলা শাখা র‌্যালি ও সমাবেশের আয়োজন করে। 

র‌্যালিটিপেকুয়ার গুরুত্বপূর্ণসড়ক প্রদক্ষিণকরেনপরেপেকুয়া উচ্চবিদ্যালয় হলরুমে একসমাবেশ অনুষ্ঠিতহয়। পরিবেশকর্মী দেলওয়ারহোসাইনের সঞ্চালনায়এতে বক্তব্যরাখেন, চিকিৎসককুতুবুল ইসলাম এবংঅবসরপ্রাপ্ত শিক্ষকনজরুল জাফর সহ অন্যান্যরা। এসময় পেকুয়াউচ্চ বিদ্যালয়, পেকুয়া পাবলিকউচ্চ বিদ্যালয়েরশিক্ষক শিক্ষার্থীও সুশীলসমাজের প্রতিনিধিরাউপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->