• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৩:৪৩ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

নড়াইলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ চাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


শুক্রবার ৬ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:৩৭



নড়াইলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ চাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ।

ওবায়েদুর রহমান, নড়াইল প্রতিনিধি :

নড়াইলে ‘সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও মাদক নয়; বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৫ জানুয়ারী) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রি কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশিদুল বাসার ডলারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম। 

এসময় নবগঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস সরদার, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি ও দুর্নীতি প্রতিরোধ কমিটি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->